শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০২:২৬ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এনসিএল দিয়েই প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানাবেন তুষার ইমরান

মাহিন সরকার : [২] আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন তুষার ইমরান। দুই দশকের বেশি সময়ের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারকে ইতি টানলেও খেলে যাবেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)।

[৩] বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ডের রাজপুত্র বলা হয় তুষারকে। বছরের পর বছর অবশ্য ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়েও জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ হয়নি ডানহাতি এই ব্যাটসম্যানের।

[৪] এবারের এনসিএলকে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের শেষ টুর্নামেন্ট বলে নিশ্চিত করেছেন তুষার ইমরান। তিনি বলেন, এবারের এনসিএলটাই আমার শেষ এনসিএল। এর মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছি। দোয়া করবেন যেন ভালোভাবে শেষ করতে পারি। তবে প্রিমিয়ার লিগ খেলে যাবো, দুইটা তো ভিন্ন ফরম্যাট, প্রস্তুতি, মানসিকতাও আলাদা। প্রিমিয়ার লিগ আরও কিছুদিন খেলবো।

[৫] আসন্ন এনসিএল শুরু হবে ১৭ অক্টোবর। ইতোমধ্যে ভেন্যু সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামে পৌঁছেছে দলগুলো।

[৬] বেশ সম্ভাবনা নিয়েই বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছিলেন তুষার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি ৫ টেস্ট ও ৪১ ওয়ানডের ক্যারিয়ারে। যদিও এখনকার ক্রিকেটারদের মত নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে তার আক্ষেপ ছিল বরাবরই।

[৭] ২০০৭ সালে সর্বশেষ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তুষার। তবে ঘরোয়া ক্রিকেটে এতদিন পর্যন্ত ছিলেন নিয়মিত। প্রথম শ্রেণির ক্রিকেটেতো একের পর এক ছাপিয়ে গেছেন নিজেকেই।

[৮] এখনো পর্যন্ত প্রথম শ্রেণিতে রান করেছেন ১৭৯ ম্যাচে ১১ হাজার ৯২২ রান, সেঞ্চুরি ৩২ টি। রান এবং সেঞ্চুরির দিক থেকে তিনিই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ।

[৯] তুষার ইমরান ফর্মের তুঙ্গে ছিলেন ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমে। টানা দুই মৌসুমে সহস্রাধিক রান (১২৪৯ ও ১১০২) করা তুষার ক্যারিয়ারের ১০ টি (৫ টি করে) সেঞ্চুরির দেখা পান এই দুই মৌসুমে। ২০১৮-১৯ মৌসুমেও ৩ টি সেঞ্চুরি আসে তুষারের ব্যাট থেকে।

[১০] সাদা পোশাককে স্থায়ীভাবে তুলে রাখলেও তুষার জানিয়েছেন ডিপিএল খেলবেন আরও কিছুদিন। সর্বশেষ ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলার কথা থাকলেও করোনা পজিটিভ হওয়ায় তার আর মাঠে নামা হয়নি। আগামী মৌসুমে কোন দলে খেলবেন তা অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়