শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৩:১২ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর মিরপুরে সিএনজির ধাক্কায় রিকশা আরোহী নারী নিহত, আহত ১

ঢামেক প্রতিনিধি: [২] মঙ্গলবার রাত এগারোটা মিরপুর -২নম্বর স্টেডিয়ামের পশ্চিম পাশে সিএনজির ধাক্কায় রিকশা আরোহী নারী হামিদা বেগম( ৫০)নামের এক নারী নিহত হয়েছেন।

[৩] এ ঘটনায় তার নিকটতম আত্মীয় রাজমিস্ত্রি মোঃরানা(২৫) নামের এক যুবক আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে একটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হামিদা বেগম কে মৃত ঘোষণা করেন।

[৪] আহত রানার ছোট ভাই মোহাম্মদ হোসাইন জানান, মৃত হামিদা বেগম আমার ও রানার বড় ভাই কাউসারের শাশুড়ি। হামিদা বেগমের স্বামী নুর আমিন নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে থাকেন।

[৫] মিরপুরের রূপনগরের বাসা থেকে গত সপ্তাহে হামিদার স্বামী নুর আমিন অসুস্থ থাকায় তাকে দেখতে গিয়ে আজ গ্রামের বাড়ি থেকে মিরপুর রূপনগরের বাসায় ফিরছিলেন। মিরপুর ১০ নম্বরে গাড়ি থেকে নেমে রিক্সা যোগে আহত রানার হোসেনের সঙ্গে রিকশাযোগে বাসায় ফিরছিলেন।

[৬] মিরপুর স্টেডিয়ামের পশ্চিম পাশে তাদের রিকশাটিকে রাস্তায় পিছন থেকে একটি সিএনজি ধাক্কা দিলে এতে দুর্ঘটনার শিকার হয়।সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান। তিনি বলেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।আহত রানাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

[৭] মৃত নারী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা নূর আমীনের স্ত্রী। বর্তমানে মিরপুর রূপনগর আবাসিক এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিন মেয়ে ১ ছেলে জননী ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়