মাসুদ আলম : [২] ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের চাকরির বয়স শেষ হবে আগামী ৩০ অক্টোবর। নতুন কমিশনার কে হতে পারেন তা নিয়ে চলছে নানা আলোচনা।
[৩] তবে ডিএমপি কমিশনার হিসেবে আরও এক বছরের জন্য মোহা. শফিকুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে। কিছুদিনের মধ্যেই নতুন কমিশনার নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই প্রজ্ঞাপন জারি করা হবে।
[৪] ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, মেয়াদ বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী এক বছরের জন্য মেয়াদ বাড়ানোর কথা বলেছেন। এর বাইরে আমি কিছু জানি না। সূত্র জাগো নিউজ
[৫] জানা যায়, মোহা. শফিকুল ইসলাম ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অষ্টম ব্যাচের এই কর্মকর্তা ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিনি অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান, পুলিশ হেডকোয়ার্টার্সের এইচআরএম শাখার প্রধান ও সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
[৬] নতুন কমিশনার হিসেবে আলোচনায় রয়েছেন- পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ১২তম ব্যাচের অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন, একই ব্যাচের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, একই ব্যাচের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক, ১৫তম ব্যাচের পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও ১৭তম ব্যাচের ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান ।