শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:৫২ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতা হারাবে দাবি অখিলেশ যাদবের

রাশিদুল ইসলাম : [২] ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতা হারাতে চলেছে। আমরা জনগণের মধ্যে বিজয়রথ যাত্রার মধ্য দিয়ে যাচ্ছি যাতে বিজেপি উত্তরপ্রদেশ থেকে নির্মূল হয়ে যায়। তিনি মঙ্গলবার দলীয় এক কর্মসূচিতে ওই মন্তব্য করেন।

[৩] উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এখন থেকেই মাঠে নেমে তৎপরতা শুরু করেছে। সমাজবাদী পার্টি কানপুর থেকে বিজয় রথযাত্রা কর্মসূচি পালন করেছে।

[৪] বিজেপিকে টার্গেট করে অখিলেশ যাদব বলেন, ‘বিজেপি গঙ্গা মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যেখানে গঙ্গা পরিষ্কার হওয়ার ছিল কিন্তু তা আজও আগের মতোই অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। কানপুর একটি বড় শহর। এখানে ব্যবসা আছে, চাকরি আছে। কানপুরের মানুষ তাদের ধ্বংসযজ্ঞ দেখেছে।

[৫] অখিলেশ যাদব গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই রথ যাত্রার উদ্দেশ্য হল রাজ্য থেকে বিজেপি সরকারকে নিশ্চিহ্ন করা এবং লখিমপুর খেরিতে যেভাবে আইনকে চূর্ণ করা হয়েছে, কৃষকদের পিষ্ট করা হয়েছে, সংবিধানকে উড়িয়ে দেওয়া হয়েছে তাতে জনসাধারণ বিজেপির প্রতি খুব ক্ষুব্ধ।

[৬] লখিমপুরের খেরিতে গাড়ি চাপা দিয়ে আন্দোলনরত কৃষকদের হত্যা প্রসঙ্গে ওই ইস্যুতে বিজেপিকে টার্গেট করে অখিলেশ যাদব বলেন, যদি উত্তর প্রদেশ থেকে বিজেপিকে সরানো না হয়, তাহলে তারা একই টায়ার দিয়ে সংবিধানকে চূর্ণ করবে। সব ধর্মের মানুষের একসঙ্গে ভালোবাসা নিয়ে বসবাস করা উচিত। উত্তরপ্রদেশকে পুনর্র্নিমাণ করতে হবে, উত্তর প্রদেশকে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে বলেও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়