শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ১২:০২ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটে হারলো বাংলাদেশ। ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দ্বীপরাষ্ট্রটি। ১৫ ওভার শেষে ৬ উইকেটে ৯৫ শেষে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৯৫ রান। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৩০ বলে ৫৩ আর বাংলাদেশে ৪ উইকেট। রাইজিং বিডি

বাংলাদেশের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। ১২ ওভারে ৭৯ রান না তুলতেই দলটি হারিয়ে ফেলে ৬ উইকেট। ২ উইকেট নিয়েছেন সৌম্য সরকার।

১৪৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি লিটন দাস-মুশফিকুর রহিমরা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে।

সর্বোচ্চ ২৬ বলে ৩৪ রান নিয়েছেন সৌম্য সরকার। তার ইনিংসটি সাজানো ছিল ১টি চার ও ২টি ছয়ের মারে । লিটন ১৬, নুরুল হাসান সোহান ১৫ ও নাঈম শেখ ১১ রান করে আউট হন। মেহেদী হাসান ১৬ ও তাসকিন আহমেদ ৪ রানে অপরাজিত ছিলেন।

১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেট হারিয়ে ১১৭। ক্রিজে আছেন নুরুল হাসান সোহান (১০) ও শামীম হোসেন (৪)। সৌম্য ৩৪ ও আফিফ ১১ রানে সাজঘরে ফেরেন। ১১ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেট হারিয়ে ৮৩ রান। ২১ রানে সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব ৩ রানে অপরাজিত আছেন। আউট হয়েছেন লিটন, নাঈম ও মুশফিক।

পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর ৪১/২

পাওয়ার প্লেতে দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈমের ব্যাটে মোটামুটি ভালো অবস্থানে বাংলাদেশ। প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৪১ রান তাদের। লিটন ও নাঈম আউট হয়েছেন। সৌম্য সরকার ও মুশফিকুর রহিম ক্রিজে।

লিটনের নেতৃত্বে বাংলাদেশ মাঠে

লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচে। টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান সহঅধিনায়ক। পিঠের হালকা অস্বস্তির কারণে এই ম্যাচে বিশ্রামে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, লিটন দাস (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (সহঅধিনায়ক), মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী।

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টলারেন্স ওভাল ক্রিকেট গ্রাউন্ডের এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে লাল সবুজের প্রতিনিধিরা। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলকেই এবারের বিশ্বকাপের বাছাই বা প্রথম পর্বে খেলতে হচ্ছে। র‌্যাংকিংয়ে সেরা আটে না থাকায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নেই দুই দলেরই। তাইতো প্রথম পর্ব দুই দলের জন্য বিশাল চ্যালেঞ্জের। সেজন্য প্রস্তুতি ম্যাচগুলো নিছক গা-গরমের ম্যাচ হিসেবে থাকছে না। নিজের ঝালিয়ে নেওয়া, সেরা কম্বিনেশন তৈরি করার বড় সুযোগ।

আইপিএলে টানা ম্যাচ খেলায় মোস্তাফিজুর রহমানকে খেলানোর প্রয়োজন অনুভব করছে না টিম ম্যানেজমেন্ট। সোমবার দলের সঙ্গে অনুশীলন করলেও আজ তাকে বিশ্রামে রেখে মাঠে নামবে বাংলাদেশ। খেলবেন না সাকিব আল হাসানও। বিশ্বসেরা অলরাউন্ডার গতকাল আইপিএলে নিজ দল কলকাতাকে দ্বিতীয় প্লে’অফে তুলেছেন। কলকাতা শিবিরের হয়ে আরো একটি ম্যাচ খেলবেন সাকিব তা নিশ্চিত। টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে, ‘আইপিএল শেষ করেই সাকিব বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেন।’

পিঠে ব্যথা থাকায় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেননি। আজও তাকে নিয়ে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছে, ‘লম্বা টুর্নামেন্ট। মাহমুদউল্লাহকে আমাদের প্রয়োজন। তাকে নিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সেজন্য বিশ্রামে রাখা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়