শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৯:৪৬ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সময়ই বলে দিবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবো কিনা: প্রিয়দর্শিনী মৌসুমী

মনিরুল ইসলাম: [২] চলচ্চিত্রের ভালোর জন্য প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। আমি চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে তাদের পাশে আছি। এভাবেই বললেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী।

[৩] বর্তমান কমিটির মেয়াদ আর মাত্র কয়েকদিন পরেই শেষ হতে যাচ্ছে। এরই মধ্যে চলচ্চিত্রে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হবার তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। ফলে জানুয়ারির মধ্যেই হবে নির্বাচন।

[৪] চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে নির্বাচনকে নিয়ে নানা কথা। শুধু তাই নয় নির্বাচনের জন্য অনেকেই আবার নিচ্ছেন প্রস্তুতি। সাজাচ্ছেন নিজেদের প্যালেন। তবে চূড়ান্ত হয়নি এখনও। ইতোমধ্যো শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে ‘সভাপতি’ পদে প্রার্থী হচ্ছেন সুপারষ্টার শাকিব খান এমন খবরও চাউর হয়েছে। তবে শাকিব খান এক জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে সাফ জানিয়ে দেন তিনি নির্বাচনে লড়বেন না৷ যা চাউর হয়েছে সঠিক নয়।

[৫] অন্যদিকে, এফডিসিতে গুন্জন চলছে সভাপতি পদে প্রিয়দর্শিনী নির্বাচন করবেন। সম্প্রতি একসাথে একটি ছবিতে কাজ করছেন মৌসুমী, নায়ক ওমর সানি ও জায়েদ খান। আর এ থেকেই বিষয়টি নিয়ে আরও বেশী আলোচোনা শুরু হয়েছে। তবে নির্বাচনের বিষয়টি এখনও খোলাসা করেননি চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী।

[৬] তবে চিত্রনায়ক ওমর সানির চান মৌসুমী শিল্পী সমিতির সভাপতি নির্বাচন করুক।

[৭] তিনি বলেন, মৌসুমী কি সিদ্ধান্ত নিয়েছে তা আমার জানা নেই। তারপরও আমার চাওয়া হলো- মৌসুমী শিল্পী সমিতির সভাপতি হোক। তার মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে। সে নিজে সৎ ও আপাদমস্তক চলচ্চিত্র অন্তঃপ্রাণ। সে সমিতির সভাপতির পদ ডিজার্ভ করে।

[৮] উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির গত নির্বাচনে মিশা সওদাগরের বিপরীতে নির্বাচন করেন মৌসুমী। স্বল্প ব্যবধানে হেরেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়