শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যামনগর নিবার্চনের মাঠে'রমজানগর ইউনিয়নের জনপ্রিয়তায় এগিয়ে-এম ইয়াসিন ইকবাল রাজ

মোঃ আকবর হোসেন: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৬নং রমজানগর ইউনিয়নের পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন দলের নেতা কর্মীরা চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন হাটঘাট বেধে। নির্বাচনে দলীয় সমর্থন পেতে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে দৌড়ঝাপ শুরু করেছেন।

স্থানীয়রা জানান, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাচ্ছেন,তারানিপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল বারী গাজীর এর সুযোগ্য পুত্র এম ইয়াছিন ইকবাল রাজ অন্যায়ের প্রতিবাদকারী বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেদ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য ও বঙ্গবন্ধু আদের্শ উজ্বিবিত সততা ও ন্যায়ের প্রশ্নে আপোষহীন পরিচ্ছন্ন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক তারুণ্যেরদের অহংকার।

তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য,স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে বাস্তবায়নের জন্য সর্বোপরি আগামী নির্বাচনে জয়লাভের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এম ইয়াছিন ইকবাল রাজ।

আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে সফলতা পাবেন তিনি ৬নং রমজানগর ইউনিয়নের সর্বত্র সম্মানিত জনগণে বলছেন।

তারুণ্যের প্রতীক এ ব্যক্তি তাঁর বয়স ও অভিজ্ঞতা দুটিকেই হার মানিয়েছেন। তাঁর কর্মকান্ডে মনে হয় তিনি নবীন নয়। তিনি অনেক প্রবীণ। তার অভিজ্ঞতা রয়েছে অনেক। এ সফল মানুষের পেছনে আছে কিছু গল্প, তা অনেকটা রূপকথার মতো। আর সে সব গল্প থেকে মানুষ স্বপ্ন দেখে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা।

হত দরিদ্র জনগোষ্টির সেবা করাই তাঁর একমাত্র লক্ষ্য।তাছাড়া গ্রাণীণ জনপদের অবকাঠামো এবং আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে গ্রাম হবে শহর, কর্মসূচীর বাস্তব রূপদানে তার ইচ্ছার কথা ব্যক্ত করেন।

নির্বাচনের বিষয় এম ইয়াছিন ইকবাল রাজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে দলীয় প্রতিক নৌকাদেন তাহলে আমি আমার নিজস্ব প্রচেষ্টায় জনগণের ভাগ্য উন্নয়নে সবসময় পাশে থাকতে চাই। পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে জনগনের মাঝে বিলিয়ে দিতে চাই। জনপ্রতিনিধি হলে জনগণের পাশে থেকে উন্নয়নের কাজ করে যাবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়