শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টির বাড়াবাড়িতে টেস্টের ভবিষ্যৎ নিয়ে ইয়ান চ্যাপেলের শঙ্কা

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেটের ঐতিহ্যবাহী সংস্করণ টেস্ট, একটা সময় টেস্ট খেলাকে ধ্যান-জ্ঞান মনে করতো ক্রিকেটাররা। টেস্টের সেই স্বর্ণালি সময় অন্তিমের দিকে, বিশ্বজুড়ে যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের বাড়বাড়ন্ত হচ্ছে তাতে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা দেখছেন অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল।

[৩] অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক আগেও টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহুর্তে এই সংস্করণের বাড়ন্ত ব্যাপারটাতে টেস্ট ক্রিকেটের অশনিসংকেত হিসেবেই দেখছেন ইয়ান চ্যাপেল। ইয়ান চ্যাপেল বলেন, আরব আমিরাতে কিছুদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে, তারপর অনেক আলোচনা শেষে অ্যাশেজ আয়োজন করা হচ্ছে। করোনার কারণে অ্যাশেজ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের উপর জোর দেওয়ায় টেস্ট ক্রিকেটের চারপাশে ক্রমশ কালো ছায়া ঘনাচ্ছে।

[৪] টি-টোয়েন্টির এমন উত্থানের পেছনে করোনা মহামারিকেও দায়ী করছেন ইয়ান চ্যাপেল, বিভিন্ন দেশে টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করতে মাত্র কয়েক দিন লাগে এবং সে কারণেই এই পরিস্থিতিতে লম্বা টেস্ট সিরিজ আয়োজন করা কঠিন। অনেক দেশই টেস্ট ক্রিকেট খেলে না, তাদের কাছে টি-টোয়েন্টি ফরম্যাট অনেক বেশি জনপ্রিয়। ওমান এবং পাপুয়ানিউগিনির অংশগ্রহণ দেখলেই আপনারা বুঝতে পারবেন।

[৫] অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া কোথাও টেস্টকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না উল্লেখ করে ইয়ান চ্যাপেল বলেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বাদে বাকি দেশগুলিতে টি-টোয়েন্টি ফরম্যাট অনেক বেশি জনপ্রিয় এবং লোভনীয়। বেশির ভাগ প্রশাসকেরই দূরদৃষ্টি না থাকার কারণে এখন ক্রিকেট সিরিজ আয়োজন করার পরিকল্পনার প্রতি জোর দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়