লিহান লিমা: [২] অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়া দরিদ্র আফগান নাগরিকদের মানবিক সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির নতুন শাসক হিসেবে তালেবানকে রাজনৈতিক সহায়তা দিতে প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। মার্কিন সৈন্য আফগানিস্তান ছাড়ার পর প্রথমবারের মতো কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার পর এই তথ্য জানায় তালেবান। গার্ডিয়ান
[৩]যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, দুই পক্ষ আফগান জনগণকে সরাসরি মানবিক সহায়তা দেয়ার বিষয়ে আলোচনা করেছে। মর্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘মার্কিন প্রতিনিধিদল সন্ত্রাসবাদ প্রতিরোধ, মার্কিন নাগরিকদের নিরাপত্তা, মানবাধিকার এবং আফগানিস্তানের সমাজে নারী-পুরুষের অংশগ্রহণের ওপর গুরুত্বরোপ করেছে। তালেবানকে তাদের কথা নয়, কাজের ভিত্তিতে বিবেচনা করা হবে।’
[৪]তবে এই আলোচনায় আফগানিস্তানকে আইএস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করতে অস্বীকৃতি জানায় তালেবান। তালেবানের মুখপাত্র সুহেল শাহিন বলেছেন, ‘আমরা আইএসকে একাই ঠেকাতে সক্ষম।’