শিরোনাম
◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০৪:৫৩ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগীদের সেবায় বেশি করে আত্মনিয়োগ করুন : বিএসএমএমইউ উপাচার্য

শাহীন খন্দকার: [২] দেশের চিকিৎসক সমাজকে আরও বেশি করে রোগীদের সেবায় আত্মনিয়োগ করার এবং সকল সুস্থ মানুষকে স্বেচ্ছায় রক্তদানেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

[৩] তিনি বলেন, রক্তদানের মাধ্যমে শরীরের কোনো ক্ষতি হয় না বরং শরীরের ইমিউনিটি বৃদ্ধি পায়। বঙ্গবন্ধু বলেছিলেন, একজন ডাক্তার তৈরি করতে জনগণের অনেক টাকা খরচ হয়। বঙ্গবন্ধু চিকিৎসকদের জনগণের সেবায় আত্মনিয়োগ করায় আহ্বান জানিয়েছিলেন।

[৪] রোববার বিএসএমএমইউতে শহীদ ডা. মিল্টন হলে স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা অনুষ্ঠানে যাঁরা সম্মাননা পেয়েছেন তাঁরা হলেন, ডা. তানভীর আহমেদ, ডা. খান আনিসুর ইসলাম, মোঃ শাহিনুর রহমান, মোঃ শাকিল আহমেদ, মোস্তারিফ মুরসালিন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ লোকমান মিয়া।

[৫] অনুষ্ঠানে উপাচার্য আরো বলেন, জাতির পিতা ১৯৭২’র ৮ই অক্টোবর তৎকালীন আইপিজিএমআর এর এ ব্লকের দোতলায়, কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্র উদ্বোধন করেছিলেন। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে চিকিৎসকদের শিক্ষা,সেবাসহ গবেষণাকে এগিয়ে নেওয়ার আহব্বান করেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের নিজ গ্রামে সপ্তাহে অথবা মাসে এক দু’বার গিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান করেন। গ্রামের সাধারণ মানুষ, সাধারণ রোগীরা অনেক বেশি উপকৃত হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়