শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০৪:৫৩ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০৪:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগীদের সেবায় বেশি করে আত্মনিয়োগ করুন : বিএসএমএমইউ উপাচার্য

শাহীন খন্দকার: [২] দেশের চিকিৎসক সমাজকে আরও বেশি করে রোগীদের সেবায় আত্মনিয়োগ করার এবং সকল সুস্থ মানুষকে স্বেচ্ছায় রক্তদানেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

[৩] তিনি বলেন, রক্তদানের মাধ্যমে শরীরের কোনো ক্ষতি হয় না বরং শরীরের ইমিউনিটি বৃদ্ধি পায়। বঙ্গবন্ধু বলেছিলেন, একজন ডাক্তার তৈরি করতে জনগণের অনেক টাকা খরচ হয়। বঙ্গবন্ধু চিকিৎসকদের জনগণের সেবায় আত্মনিয়োগ করায় আহ্বান জানিয়েছিলেন।

[৪] রোববার বিএসএমএমইউতে শহীদ ডা. মিল্টন হলে স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা অনুষ্ঠানে যাঁরা সম্মাননা পেয়েছেন তাঁরা হলেন, ডা. তানভীর আহমেদ, ডা. খান আনিসুর ইসলাম, মোঃ শাহিনুর রহমান, মোঃ শাকিল আহমেদ, মোস্তারিফ মুরসালিন, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ লোকমান মিয়া।

[৫] অনুষ্ঠানে উপাচার্য আরো বলেন, জাতির পিতা ১৯৭২’র ৮ই অক্টোবর তৎকালীন আইপিজিএমআর এর এ ব্লকের দোতলায়, কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন কেন্দ্র উদ্বোধন করেছিলেন। জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে চিকিৎসকদের শিক্ষা,সেবাসহ গবেষণাকে এগিয়ে নেওয়ার আহব্বান করেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের নিজ গ্রামে সপ্তাহে অথবা মাসে এক দু’বার গিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান করেন। গ্রামের সাধারণ মানুষ, সাধারণ রোগীরা অনেক বেশি উপকৃত হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়