শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরফরাজকে কেন দলে রাখা হয়েছে তা বুঝতেই পারছেন না ইনজামাম

স্পোর্টস ডেস্ক :[২]এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি নাটকীয়তা হয়েছে পাকিস্তান দলকে ঘিরে। প্রথমে তারা যে দল ঘোষণা করেছিল সেই দল বদলে গেছে দুদিন আগে। দলে ফিরেছেন সরফরাজ আহমেদ, ফখর জামান ও হায়দার আলী।

[৩]দ্বিতীয়বার দল ঘোষণার পরও নাটকীয়তার কিছুটা বাকি ছিল। শনিবার চোটাক্রান্ত সোয়েব মাকসুদের জায়গায় দলে ঢুকে পড়েছেন অভিজ্ঞ শোয়েব মালিক। এই সাবেক অধিনায়কের অন্তর্ভূক্তি নিয়ে কোনো সমালোচনা নেই।

[৪]যদিও পাকিস্তানের বিশ্বকাপ দলে সরফরাজ আহমেদের অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ইনজামাম উল হক। সরফরাজের দলে থাকার কোনো কারণই খুঁজে পাচ্ছেন না তিনি।

[৫]নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেছেন, ‘নির্বাচক কমিটি যদি পারফরম্যান্সের ওপর নির্ভর করে দল নির্বাচন করতে চায়, তবে বয়স ও অন্যান্য সবকিছু ভুলে যাওয়া উচিত। আপনি যদি সরফরাজকে খেলাবেনই-না, তখন তাকে বহন করছি কেন? গত দুই বছরে সে কয়টা টি-টোয়েন্টি খেলেছে? সাবেক অধিনায়ক সে। তাকে দলে নিয়ে না খেলানোর কোনো মানে হয় না।’

[৬]সরফরাজ, ফখর, হায়দারদের জায়গা দিতে আজম খান ও মোহাম্মদ হাসনাইনকে স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে। আর খুশদিল শাহকে রাখা হয়েছে বিকল্প ক্রিকেটার হিসেবে। ইনজামাম মনে করেন দলের সঙ্গে থাকলেও সরফরাজের কোনো ম্যাচেই খেলা হবে না।

[৭]ওমান ও আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান রয়েছে গ্রুপ টুতে। সেখানে ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নিজেদের লড়াই শুরু করবে পাকিস্তান। বিশ্বকাপে দলটির নেতৃত্বে রয়েছে বাবর আজম। - ক্রিকবাজ/ ইউটিউব/ ফেসবুক। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়