জাহাঙ্গীর লিটন: [২] লক্ষীপুরে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
[৩] এর আগে রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলবপুর কালী বাজার রোড ও পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
[৪] গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা মো. কামরুল হাসান (২৮) ও কুমিল্লা জেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা মো. মাঈন উদ্দিন (৩৪)।
[৫] জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্ত: জেলার চিহ্নিত দুই মাদককারবারীকে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।