শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার দক্ষিণ বনবিভাগের অভিযানে ১২৭ টি বক পাখি উদ্ধারের পর অবমুক্ত

আয়াছ রনি: [২] কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ পৃথক দুইটি অভিযান চালিয়ে ১২৭ টি সাদা বক পাখি দুস্কৃত শিকারির হাত থেকে জীবিত উদ্ধার করে অবমুক্ত করেছে।

[৩] শনিবার (৯ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করে ১১৭ টি (১০ অক্টোবর) সকালে বালুখালী বিট কর্মকর্তা অভিযান করে ১০ টি মোট ১২৭ সাদা বক পাখি উদ্ধার করেছে বলে জানান উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

[৪] বনবিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু অসাধু পাখি ব্যবসায়ীদের পাতানো ফাদে এইসব বক আটকে পড়ে। গোপন সংবাদ পেয়ে উখিয়া সদর বিট ও মাশকারিয়া বিটের মাঝামাঝি স্থান থেকে দুস্কৃতিদের বাধা অবস্থায় এই বকগুলো উদ্ধার করা হয়।পরবর্তীতে আরেকটি অভিযান করে বালুখালী থেকে বক পাখি উদ্ধার করা হয়।

[৫] উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, প্রকৃতিকে সাজিয়ে রাখার জন্য সাদা বক পাখি গুলো অন্যতম। এই সাদা বক ধরতে কক্সবাজারের উখিয়াতে কিছু অসাধু পাখি শিকারি ব্যবসায়ী আছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

[৬] এই বিষয়ে কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম জানান, প্রতিবছর শীতের শুরুতে বক পাখিগুলো দল বেধে আসে। কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন ফাদ পেতে অতিথি পাখি শিকার করে পরিবেশের সৌন্দর্য্য নষ্ট করছে। প্রতিনিয়ত প্রকৃৃতি রক্ষায় অবৈধ পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়