শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজার দক্ষিণ বনবিভাগের অভিযানে ১২৭ টি বক পাখি উদ্ধারের পর অবমুক্ত

আয়াছ রনি: [২] কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ পৃথক দুইটি অভিযান চালিয়ে ১২৭ টি সাদা বক পাখি দুস্কৃত শিকারির হাত থেকে জীবিত উদ্ধার করে অবমুক্ত করেছে।

[৩] শনিবার (৯ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করে ১১৭ টি (১০ অক্টোবর) সকালে বালুখালী বিট কর্মকর্তা অভিযান করে ১০ টি মোট ১২৭ সাদা বক পাখি উদ্ধার করেছে বলে জানান উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

[৪] বনবিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু অসাধু পাখি ব্যবসায়ীদের পাতানো ফাদে এইসব বক আটকে পড়ে। গোপন সংবাদ পেয়ে উখিয়া সদর বিট ও মাশকারিয়া বিটের মাঝামাঝি স্থান থেকে দুস্কৃতিদের বাধা অবস্থায় এই বকগুলো উদ্ধার করা হয়।পরবর্তীতে আরেকটি অভিযান করে বালুখালী থেকে বক পাখি উদ্ধার করা হয়।

[৫] উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, প্রকৃতিকে সাজিয়ে রাখার জন্য সাদা বক পাখি গুলো অন্যতম। এই সাদা বক ধরতে কক্সবাজারের উখিয়াতে কিছু অসাধু পাখি শিকারি ব্যবসায়ী আছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

[৬] এই বিষয়ে কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরওয়ার আলম জানান, প্রতিবছর শীতের শুরুতে বক পাখিগুলো দল বেধে আসে। কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন ফাদ পেতে অতিথি পাখি শিকার করে পরিবেশের সৌন্দর্য্য নষ্ট করছে। প্রতিনিয়ত প্রকৃৃতি রক্ষায় অবৈধ পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়