শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০১:০৫ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় নির্বাচনের আগেই পার্টিকে শক্তিশালী করতে চাই: জিএম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই। আমাদের ভাবমূর্তিটা যাতে জনগণের কাছে উজ্জ্বল হয় সেভাবে কাজ করতে চাই। জনসম্পৃক্ততাও বাড়াতে চাই। জোট কিংবা আসন ভাগাভাগি প্রশ্নে জনগণের প্রত্যাশাকে প্রধান্য দিতে চান জাতীয় পার্টি চেয়ারম্যান। তবে তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিবারই জাতীয় পার্টির সাথে জোট করে সরকার গঠন করেছে। এবার কার সাথে জোট বাধবেন তা এখনও ঠিক করেননি জিএম কাদের। নির্বাচনের ঠিক আগে আগে জোট নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।

[৫] হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালের পহেলা জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকেই আওয়ামী লীগের সাথে জোটে আছে জাপা। দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাপার হাল ধরেন তিনি। জিএম কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে যে কোন পরিস্থিতিতে জাতীয় পার্টি শক্তিটা বড় ফ্যাক্টর। সেই হিসেবে সারাদেশে যাতে আমাদের শক্তি থাকে সেভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা ৩শ’ আসনে প্রার্থী সেট করার চেষ্টা চলিয়ে যাচ্ছি।

[৬]এবারও আওয়ামী লীগের সাথে জোটে থাকবে জাপা? এ প্রশ্নে জিএম কাদের বলেন, আগেভাগেই কোনো সিদ্ধান্ত নয়। নির্বাচনী রাজনীতির মেরুকরণ বুঝেই সিদ্ধান্ত হবে বলেই জানালেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়