শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে বি‌ভিন্ন মহ‌লে চাঁদা দাবি

মো.ইউসুফ মিয়া : [২] সদর উপজেলা নির্বাহী অ‌ফিসার ফাহমি মো.সায়েফ ম‌হোদ‌য়ের মোবাইল নাম্বার ক্লোন করে শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে চাঁদা দাবি করেছে এক‌টি কুচক্রী প্রতারক চক্র।

[৩] শ‌নিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জা‌নি‌য়ে‌ছেন সদর উপ‌জেলার নির্বাহী অ‌ফিসার ফাহমি মোঃ সায়েফ। তার ফেসবুক আইডি থেকে এ বিষয় একটি সতর্কবার্তা পোস্ট দি‌য়েও সবাই‌কে জা‌নি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

[৪] সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ফাহ‌মি মোঃ সা‌য়েফ ব‌লেন,আ‌মি গত ১৭জুলাই আ‌মি ফেসবুক আই‌ডি‌তে সবাই‌কে জানা‌নোর জন‌্য জরুরী সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছি। সেখানে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার রাজবাড়ী সদরের সরকারী মোবাইল ০১৭৩৩৩৩৬৪০৪ নম্বর ক্লোন করে এবং বি‌ভিন্ন জনের কাছে ফোন করে উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে যে কোনও উপায়ে কখনও কারও কাছে চাঁদা চাওয়া হয়না। কিন্তু ইদানিং একটা প্রতারকচক্র মোবাইল নম্বর ক্লোন (হ্যাক) করে বিভিন্ন জনের কাছে ফোন করে চাঁদা দাবি করছে। যদি কারও সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে অতিসত্বোর অফিসে এবং আইনশঙ্খলা বা‌হিনী‌কে বিষয়‌টি জানা‌নোর যোগাযোগ করুন এবং কোন প্রকার লেনদেন করা থেকে বিরত থাকুন।

[৫] তি‌নি আ‌রো ব‌লেন, আ‌মি সরকারি মোবাইল ফোন‌টি ব‌্যাবহার ক‌রি কিন্তু সেই মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র শনিবার দিনভর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করেছে, এছাড়াও বিভিন্ন রকম ভয়ভীতি,হুমকি, ধামকি দেওয়া হচ্ছে। আ‌মি বিষয়‌টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সদর উপ‌জেলার সকল চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ফোন করে সতর্ক করে দি‌য়ে‌ছি আ‌মি।

[৬] সদর থানার অ‌ফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, সদর উপজেলা নির্বাহী অ‌ফিসা‌রের মোবাইল নাম্বার ক্লোন করে শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে চাঁদা দাবি করে আস‌ছে। বিষয়টি আমি জেনেছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রকে সনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়