মো.ইউসুফ মিয়া : [২] সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো.সায়েফ মহোদয়ের মোবাইল নাম্বার ক্লোন করে শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে চাঁদা দাবি করেছে একটি কুচক্রী প্রতারক চক্র।
[৩] শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ। তার ফেসবুক আইডি থেকে এ বিষয় একটি সতর্কবার্তা পোস্ট দিয়েও সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।
[৪] সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ বলেন,আমি গত ১৭জুলাই আমি ফেসবুক আইডিতে সবাইকে জানানোর জন্য জরুরী সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছি। সেখানে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার রাজবাড়ী সদরের সরকারী মোবাইল ০১৭৩৩৩৩৬৪০৪ নম্বর ক্লোন করে এবং বিভিন্ন জনের কাছে ফোন করে উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে যে কোনও উপায়ে কখনও কারও কাছে চাঁদা চাওয়া হয়না। কিন্তু ইদানিং একটা প্রতারকচক্র মোবাইল নম্বর ক্লোন (হ্যাক) করে বিভিন্ন জনের কাছে ফোন করে চাঁদা দাবি করছে। যদি কারও সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে অতিসত্বোর অফিসে এবং আইনশঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানোর যোগাযোগ করুন এবং কোন প্রকার লেনদেন করা থেকে বিরত থাকুন।
[৫] তিনি আরো বলেন, আমি সরকারি মোবাইল ফোনটি ব্যাবহার করি কিন্তু সেই মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র শনিবার দিনভর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করেছে, এছাড়াও বিভিন্ন রকম ভয়ভীতি,হুমকি, ধামকি দেওয়া হচ্ছে। আমি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সদর উপজেলার সকল চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ফোন করে সতর্ক করে দিয়েছি আমি।
[৬] সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, সদর উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার ক্লোন করে শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে চাঁদা দাবি করে আসছে। বিষয়টি আমি জেনেছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রকে সনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।