শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ১১:৩৪ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপিং মলে দুঃখের গান বাজতেই তাণ্ডব শুরু নারীর, অতঃপর...!

ডেস্ক রিপোর্ট : ওই নারীকে থামাতে শেষে পুলিশ ডাকতে হয় মলের কর্তব্যরত ম্যানেজারকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস ফ্রুট মার্কেটে ঘটেছে এই ঘটনা। প্রত্যেক মানুষের পছন্দ আলাদা। কারও ক্লাসিক্যাল পছন্দ, কারও জ্যাজ, আবার কারও আবার পছন্দ হিপহপ। দুঃখের গান শুনতেও অনেকে ভালবাসেন। তবে মার্কিন নারীর যে তাতে এত আপত্তি থাকতে পারে তা বোঝার সাধ্য আগে থেকে শপিং মলের কর্মচারীদের ছিল না। এমনিতে ওই নারী ঠিকই ছিলেন। কিন্তু নির্দিষ্ট একটি গান বাজতেই চিৎকার শুরু করে দেন ওই নারী। কর্মীরা এসে তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে বরং ক্ষতিই বেশি হয়।বাংলাদেশ প্রতিদিন

নারী আরও রেগে যান। কর্মীদের বলেন, অবিলম্বে সেই গান বন্ধ করে অন্য গান চালাতে হবে। কর্মীরা তাকে জানান, এত তাড়াতাড়ি প্লে-লিস্ট পরিবর্তন যাবে না। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারী শপিং মলের কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বাধ্য হয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসেও তাকে শান্ত করতে পারেনি। বরং তার রাগ আরও বেড়ে যায়।

উপস্থিত ঊর্ধতন পুলিশ কর্মকর্তা তাকে ব্যবহার সংযত করতে বলতেই তাদের উপরে চিৎকার করতে থাকেন ওই মার্কিন নারী। পুলিশ কর্মকর্তা তাকে মলে থেকেই বিষয়টি মিটিয়ে নিতে বলেছিলেন। তার জেরে ওই নারী পুলিশের বিরুদ্ধেই পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। তাকে মল থেকে বের করে দেওয়ার চেষ্টা চলে বলেও অভিযোগ করেন। এরপরই ওই মার্কিন নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের থেকেও ওই নারীর ব্যবহারে কোনও পরিবর্তন আসেনি। জামিনে ছাড়া পেয়ে পুলিশ স্টেশনে তাণ্ডব করতে থাকেন তিনি। সেখানেও গালিগালাজ করতে থাকেন। এরপর আবারও গ্রেফতার করা হয় তাকে। কিন্তু দ্বিতীয়বার হুঁশিয়ারি দিয়ে ছাড়া হয় ওই নারইকে। জামিনের বদলে মোটা অর্থও আদায় করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়