শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীর কুমার নদীতে গ্রাম-বাংলার শতবছরের ঐতিহ্য নৌকা বাইচ

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীর রুপাপাত বাজার সংলগ্ন কুমার নদীতে গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বিকাল ৪ টায় বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজার এলাকাবাসীর উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

[৩] উপজেলার রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন মাস্টারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান-বিপিএম (সেবা)।

[৪] এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কর, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান, রুপাপাত ইউপি চেয়ারম্যান আজিজার রহমান মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

[৫] এ নৌকাবাইচ প্রতিযোগিতায় ছোট বড় ১০ টা নৌকা অংশগ্রহণ করে। গ্রাম-বাংলার শত বছরের ঐতিহ্য বহনকারী এ নৌকা বাইচ দেখতে নদীর দু-পাঁড়ে আধা কিলোমিটার জুড়ে হাজার হাজার জনতা ভীড় করে। নৌকা বাইচকে কেন্দ্র করে মেলারও আয়োজন করা হয়।

[৬] আয়োজক সূত্রে জানা যায়, নৌকা বাইচের আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলার কদমী গ্রামের সমাজ সেবক মো. মিজানুর রহমানের মালিকানাধীন সুমনা ডেইরি ফার্ম এন্ড ফিসারী।

[৭] এ প্রতিযোগিতায় প্রথম পুরুস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয়কে ফ্রিজ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়