স্পোর্টস ডেস্ক : [২] ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে লাটভিয়াকে ১-০ গোলে হারিয়েছে ডাচরা। ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় ডাচরা। ১৯ মিনিটে মেমফিজ ডিপাইয়ের কর্নার থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন ডেভি ক্লাসেন। কিন্তু এরপর আর গোল পায়নি নেদারল্যান্ডস। পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল দখল আর প্রতিপক্ষের ডেরায় ১০টি আক্রমণ চালালেও ১-০ গোলের জয়ে তুষ্ট থাকতে হয় অরেঞ্জদের। এই ম্যাচে কোনো দলের খেলোয়াড়রাই কোনো কার্ড দেখেননি।
[৩] এই ম্যাচ জয়ের ফলে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে জি গ্রæপের শীর্ষে ডাচরা। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লাটভিয়া আছে তলানিতে। - গোল ডটকম, সম্পাদনা : এল আর বাদল