শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, অভিযান চালানোর সময় হামলা ইউএনওসহ আহত ৩

কাজী ফিরোজ: [২] আজ শুক্রবার সকালে উপজেলার গজারিয়া নদীর সিকদারেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শটগানসহ এক আনসার সদস্য নদীতে পড়ে যান। এখনো শটগানটি উদ্ধার করা সম্ভব হয়নি।

[৩] হামলায় আহত তিনজন হলেন মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন ও আনসার সদস্য তুহিন মিয়া।

[৪] মেহেন্দীগঞ্জের ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, বরিশাল থেকে ডুবুরি দল এসে অস্ত্রটি (শটগান) উদ্ধারের চেষ্টা করছেন।

[৫] উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে একটি স্পিডবোটে ইউএনও শাহাদাত হোসেনের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা আনসার সদস্যদের নিয়ে অভিযানে নামেন। সকাল ১০টার দিকে তাঁরা মেঘনার শাখা গজারিয়া নদীর সিকদারেরহাট এলাকায় অনেকগুলো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা দেখতে পেয়ে সেখানে যান। এ সময় তাঁদের দেখে জেলেরা হামলা চালানোর উদ্দেশ্যে ইউএনওকে বহনকারী স্পিডবোটটিকে সজোরে ধাক্কা দেন। এতে ইউএনও স্পিডবোটের ওপর পড়ে গিয়ে তাঁর বাঁ পায়ে চোট পান এবং মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন আহত হন। এ সময় স্পিডবোটে থাকা আনসার সদস্য তুহিন মিয়া হাতে শটগান নিয়ে নদীতে পড়ে যান।

[৬] বরিশাল জেলা প্রশাসন সূত্র জানায়, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণ, বিপণন ও বিক্রি নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা শুরু হয় ৪ অক্টোবর। কিন্তু বরিশালের হিজলা, মেহেন্দীগঞ্জসংলগ্ন মেঘনা নদীর অন্তত ১৫০ কিলোমিটারে স্থানীয় জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার অব্যাহত রেখেছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়