শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের মা ইলিশ রক্ষায় অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

হারুন-অর-রশীদ: [২] মা-ইলিশ রক্ষায় ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীতে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে মা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয় । এসময় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

[৩] শুক্রবার (৮ অক্টোবর) বিকালে এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

[৪] জানা যায়, শুক্রবার সকাল ৮ টায় চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার গোপালপুর ঘাট হইতে স্পিডবোট ও ট্রলার যোগে নমুর ছ‍্যাম সালেপুর , সালিপুরের শেষ সীমানা উজানের শেষ সীমানা পর্যন্ত অংশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন পয়েন্টে ইলিশ নিধন কারেন্ট জাল নৌকাতে পাওয়া যায়।

[৫] অভিযানের উপস্থিতি টের পেয়ে সকল জেলে জাল ছেড়ে পালিয়ে যান। এসময় পরিত্যক্ত নিষিদ্ধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও এ অভিযান পরিচালনাকালে ৫২ হাত লম্বা আকৃতির ২০০ টি চায়না দুয়ারী জব্দ করা হয় ।

[৬] চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম মাহমুদুল হাসান বলেন, মা ইলিশ ও দেশি প্রজাতির মাছে অবাধ বিচরণে এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়