ফাহমিদুল কবীর: [২] দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে লখিমপুর পৌঁছলেন রাহুল ও প্রিয়াংকা গান্ধী। কথা বললেন গাড়ির ধাক্কায় নিহত কৃষক লভপ্রীত সিংহর পরিবারের সঙ্গে। দিলেন পাশে থাকার বার্তা। এবিপি আনন্দ
[৩] তারপর রাহুল-প্রিয়ঙ্কা যান নিহত সাংবাদিক রমন কাশ্যপের বাড়িতে। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
[৪] এর আগে ৫ অক্টোবর, কৃষক আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় উত্তর প্রদেশ পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটকে রাখে প্রিয়াংকাকে ও পরে গ্রেপ্তার করে। সম্পাদনা: সাকিবুল আলম