শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:৪০ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গর্ভে থাকা অবস্থায় নবজাতক বিক্রি করলো নানি, গ্রেপ্তার ৩ (ভিডিও)

নিউজ ডেস্ক: [২] চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন নবজাতককে বিক্রি করে দেওয়ার অভিযোগে শিশুটির নানিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির নানি রাবেয়া খাতুন স্বীকার করেছেন গর্ভে থাকতেই শিশুটিকে বেচে দেন তিনি।

[৩] চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে চার দিন বয়সি ওই শিশুটিকে বুধবার উদ্ধার করা হয়।

[৪] গ্রেফতার ব্যক্তিরা হলেন শিশুটির নানি রাবেয়া খাতুন, মনোয়ারা বেগম ও মো. হারুন। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেছেন শিশুটির মা তানিয়া বেগম।

[৫] পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, ২ অক্টোবর প্রসবের জন্য চমেক হাসপাতালের ৩২নং ওয়ার্ডে ভর্তি করা হয় তানিয়া বেগমকে। নবজাতকের জন্মের পর মা তানিয়াই হাসপাতালে দেখাশোনা করছিলেন নবজাতকের। এর মধ্যে মঙ্গলবার হাসপাতালে নানির কাছে রেখে বাসায় যান তানিয়া। ফিরে এসে দেখেন, তার সন্তানকে পাওয়া যাচ্ছে না। আমাদের কাছে অভিযোগ করার পর শিশুটির নানি রাবেয়া খাতুনকে জিজ্ঞাসাবাদে তিনি বিক্রি করে দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

[৬] তিনি বলেন, স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় মেয়ের চিকিৎসার খরচ বহন করতে রাবেয়ার কষ্ট হচ্ছিল। সে কারণে তিনি শিশুটি গর্ভে থাকা অবস্থায় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন। প্রসবের আগ থেকে বিভিন্ন সময়ে হারুন ও মনোয়ারার কাছ থেকে রাবেয়া ৫৭ হাজার টাকা নেন বলে ওসি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়