শিরোনাম

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২০৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭০ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৩৩ জন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭২০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৪৩ জন রোগী ভর্তি রয়েছেন।

[৪] চলতি বছর ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৯ হাজার ৩৩৬ জন। একই সময়ে তাদের মধ্যে থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৪০০ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যুর হয়েছে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশই শিশু। ডেঙ্গু রোগীর মধ্যে ৪২ দশমিক ১ শতাংশ রোগীর বয়স শূণ্য থেকে ১০ বছরের মধ্যে। এর মধ্যে শূণ্য থেকে ১ বছর বয়সী রোগীর সংখ্যা ৫ দশমিক ৬ শতাংশ এবং শূণ্য থেকে ১০ বছর বয়সী রোগীর সংখ্যা ৩৬ দশমিক ৫ শতাংশ।

[৬] এছাড়া জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত রাজধানীর এসএসএমসি ও মিডফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি দুই হাজার ৯১৫, ঢামেকে ৩২৫ শ্যামলী শিশু হাসপাতালে ৭৫৭,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২১৫ বিএসএমএমইউতে ১৫৪, মুগদা মেডিকেলে ১৫৫, মম্মিলিত সামরিক হাসপাতালে ৭২৭, বিজিবি হাসপাতালে ৩৫, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫৭, ২৫ শয্যা টিবি হাসপাতাল শ্যামলী ১৬, আর ৩১শয্যা বিশিষ্ঠ হাসপাতাল কামরাঙ্গীরচর ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়