শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ থেকে ভারতীয় বোর্ডের লাভ ১২ মিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক: [২] আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর মূল আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হলেও খেলা মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। ৩৯ টি খেলা আয়োজন করে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) পাবে ৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের ৩ টি সহ রাউন্ড ১ এর মোট ৬ টি ম্যাচ আয়োজন করে ওমান ক্রিকেট (ওসি) পাবে ৪ লাখ মার্কিন ডলার।

[৩] ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের মূল আয়োজক বিসিসিআই বিশ্বকাপ থেকে লাভ করবে ১২ মিলিয়ন মার্কিন ডলারের মত। যদিও এই আর্থিক পরিমাণ বিসিসিআই অনুমান করেছে যা তারা জানিয়েছে অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের।

[৪] অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের বিশদ বিবরণ লিখে এক মেইল পাঠিয়েছে বিসিসিআই। যেখানে তারা জানিয়েছে তারা আমিরাত ক্রিকেট বোর্ডকে ৭ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে। যেখানে ১.৫ মিলিয়ন হোস্টিং এর জন্য এবং ৫.৫ মিলিয়ন অপারেশন বাবদ। বিসিসিআই অপারেশনাল কস্ট হিসাবে ৪ লাখ মার্কিন ডলার দিচ্ছে ওমান ক্রিকেটকে।

[৫] এমনিতে আয়োজক হিসাবে বিসিসিআইয়ের পাবার কথা ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ১.৫ মিলিয়ন পাবে ইসিবি।

[৬] বিসিসিআই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিটিং স্বত্ত্ব দিয়েছে ইসিবিকে। তাই টিকিট বিক্রি করে যে লাভ হবে তার সবটা পাবে ইসিবিই। একইভাবে ওমানের ৬ টি ম্যাচের টিকিটিং স্বত্ত্ব থাকবে ওমান ক্রিকেটের কাছে।

[৭] বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের জানিয়েছে মূলত করোনাকালীন সময়ে ক্রিকেটার ও স্টেকহোল্ডারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বিসিসিআই ভারতে আয়োজন না করে মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ আয়োজন করছে। সম্পাদনা: রাহুল রাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়