শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবির ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই ফল ঘোষণা

মাহিন সরকার : [২] নির্বাচনী ডামাডোলে বুধবার (৬ অক্টোবর) সারাদিন সরগরম ছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় শের-ই-বাংলার চত্বর। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয় ভোটগ্রহণ। কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার।

[৩] সারাদিন জুড়েই কাউন্সিলররা দলবল নিয়ে এসে ভোট দিয়েছেন। দুপুর ২টায় বিসিবিতে প্রবেশ করেন নাজমুল হাসান পাপন। গাড়ি থেকে নেমে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেট দিয়ে ঢোকেন তিনি। আগে থেকেই উপস্থিত ছিলেন সমর্থকরা।

[৪] নাজমুল হাসান নামার পরেই তাকে নিয়ে শুরু হয় মিছিল। স্লোগানে স্লোগানে মুখরিত হয় শের-ই-বাংলা। এই মিছিল নিয়েই বিসিবিতে ঢোকেন তিনি। এরপর নিজের ভোট প্রদান করেন আবাহনী লিমিটেডের কাউন্সিলর হিসেবে।

[৫] এবারের নির্বাচনে কোনো প্যানেল না থাকায় মোটামুটি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। যদিও বেশ কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচিত হয়েছেন সাতজন। ভোটগ্রহণ উপলক্ষে বিসিবিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।

[৬] ভোটগ্রহণ শেষে আজই বেসরকারিভাবে জয়ীদের নাম ঘোষণা করা হবে। সরকারিভাবে ঘোষণা হবে আগামীকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর)।

[৭] বিসিবির পরিচালনা পরিষদে থাকবেন ২৫ পরিচালক। দুজন আসছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। বাকি ২৩ পদে নির্বাচন হওয়ার কথা। কিন্তু ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এরই মধ্যে সাত কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে, আজ নির্বাচন হয়েছে ১৬ পদের জন্য। তিনটি ক্যাটাগরি থেকে মোট প্রার্থী ২৩ জন। ১৭১ কাউন্সিলর থাকলেও নির্বাচনে ভোট দিয়েছেন ১০৯ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়