শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিধবার টাকা আত্মসোৎ অভিযোগ

রুবেল মজুমদার: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ এর বিরুদ্ধে এক বিধবা নারীর ৫০ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

চৌদ্দগ্রাম উপজেলার ইউনিয়নে ২নং উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মৃত কামাল হোসেনের স্ত্রী সেলিনা বেগম এ অভিযোগ করেন। ভুক্তভোগী সেলিনা বেগম জানায়, গ্রাম্য সালিশের মাধ্যমে পৈতৃক সম্পত্তি ভাইদের নিকট বিক্রি ভাবত রায়কৃত ১ লাখ ৫০ হাজার টাকা ইউপি চেয়ারম্যান এর নিকট জমা থাকে। সেখান থেকে চেয়ারম্যান ১ লাখ টাকা ফেরত দিয়ে বাকী ৫০ হাজার টাকা নিজ হেফাজতে রাখে। জমি কাগজপত্র বুঝে দিলে টাকা ফেরত দিবে বলে আশ^াস দেন।

কিন্তু কাগজপত্র ও বাকী টাকা দেননি চেয়ারম্যান, টাকা ফেরত চাইলে গেল, টাকা না দিয়ে তিনি প্রতিনিয়িত হুমকি দিচ্ছেন আমাকে। তিনি বলে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে আমার পরিনতি অনেক খারাপ হবে।

অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ বলেন, আজ থেকে ২ বছর পূর্বে ইউপি সদস্য এর সাথে আলাপ করে আমি মহিলা কে টাকা দিয়ে দিয়েছি, এটা আমার বিরুদ্ধে কেউ যড়যন্ত্র করা চেষ্টা করছে।

ইউপি সদস্য ফরিদ মিয়া বলেন, ১লাখ টাকা আমার উপস্থিতে দেওয়া হয়েছে তা ঠিক। কিন্তু পরবর্তীতে বিধবা ৫০ হাজার টাকা দেওয়ার বিষয় আমি শুনেনি। চেয়ারম্যান এ বিষয় আমার সাথে কোনো আলাপ করেনি।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এ এম মনঞ্জুর হক বলেন,এ বিষয় আমরা এখনো কেনো লিখিত অভিযোগ পায়নি, বিষয়টি সত্যতা যাচাই-বাছাই করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়