শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারণার মামলায় ২৪টিকেটি ডটকমের পরিচালক গ্রেপ্তার

সুজন কৈরী: [২] প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনলাইন টিকিটিং এজেন্সি ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র (www.24tkt.com) পরিচালক রফিবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] এছাড়া সোমাবার রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকা থেকে নিরাপদ ডট কমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেপ্তার করা হয়।

[৪] সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান বলেন, ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকম এর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন প্রতারণার শিকার একজন ভুক্তভোগী। ওই মামলাটি তদন্তকালে প্রতিষ্ঠানের পরিচালক ও এজাহারনামীয় আসামি ফারহানা আফরোজকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

[৫] তিনি আরও বলেন, সিআইডির অপর টিম প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স ভিত্তিক অনলাইন টিকেটিং এজেন্সী ২৪টিকেটি ডট লিমিটেডের পরিচালক রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে। সোমবার চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। রাকিবুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়