আবু হাসাদ: [২] রাজশাহীর পুঠিয়ায় পূর্বশত্রুতার জেরে রাতের আধাঁরে মাইক্রোবাসে আগ্নি সংযোগ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগি গাড়ির মালিক ৬ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) ভোররাতে উপজেলার জিউপাড়া ইউনিয়নের উজালপুর গ্রামে এঘটনা ঘটে।
[৩] ভুক্তভোগি সামসুল শেখ বলেন, পারিবারিক কলহে দীর্ঘদিন থেকে প্রতিবশী সাইদুল ইসলামের নামের সাথে বিরোধ চলছে। ওই বিরোধের জেরধরে সম্প্রতি প্রকাশ্যে সাইদুর আমার গাড়ি পুড়িয়ে দেয়ার হুমকিও দিয়েছিল।
[৪] মঙ্গলবার দিবাগত ভোররাতের দিকে সাইদুর রহমান কয়েকজন সঙ্গী নিয়ে আমার বাড়িতে হানা দেয়। সে সময় বাড়ির বাহিরে থাকা নোহা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় আমরা চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় ৬ জনকে আসামি করে মঙ্গলবার দুপুরে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
[৫] তবে ঘটনার সাথে অভিযুক্ত সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার পরিবারকে ফাঁসাতে সামসুল শেখ ষড়যন্ত্রমুলক অভিযোগ তুলেছেন। যা মিথ্যা রটনা ছাড়া আর কিছুই না।
[৬] এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়াদী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িতে অগ্নিসংযোগ করার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনীগত ব্যবস্থা গ্রহণ করা হবে।