শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৭:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফ্রিদি-ইমাদরা ছাড়া পেলেও মুক্তি মেলেনি অধিনায়ক বাবর আজমের

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চলছে ঘরোয়া ক্রিকেটে লিগের আসর। ইতিমধ্যেই ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের প্রথম লেগ শেষ হয়েছে। আর প্রথম লেগ শেষে কয়েকজন ক্রিকেটার বায়ো-বাবল ছেড়ে বাড়িতে যাওয়ার জন্য ছুটি চেয়েছেন। তবে তার মধ্যে সবার ছুটি মঞ্জুর করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

[৩] ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় লেগ শেষ হবে ১৩ অক্টোবর। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দেশ ছাড়বেন বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। সবমিলিয়ে অনেকটা দিন পরিবারের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে পাক ক্রিকেটারদের। তাই পরিবারের সাথে দেখা করতে উন্মুখ ছিলেন ক্রিকেটাররা।

[৪] কিন্তু সবার এ সুযোগ মেলেনি। ‘ক্রিকেট পাকিস্তান’-এর প্রতিবেদন থেকে জানা গেছে, ছুটির আবেদন করা ক্রিকেটারদের মধ্যে ইমাদ ওয়াসিম আর শাহিন শাহ আফ্রিদিকে বায়ো-বাবলের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে পিসিবি। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে লাহোরে হোটেলকক্ষেই থাকতে হবে।

[৫] উল্লেখ্য, করোনার এই সময়ে টানা বায়ো-বাবলে থেকে মানসিক অবসাদে ভুগছেন অনেক ক্রিকেটার। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল।

[৬] আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান ক্রিকেট দল।ক্রিকবাজ, ক্রিকইনফো। সম্পাদনা : রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়