শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৪:২৮ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক ঘন্টায়ই শেষ ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক: [২] মাত্র এক ঘন্টায় শেষ হয়ে গেল আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট।

[৩] রোববার থেকে শুরু হয়েছিলো বিশ্বকাপের টিকেট বিক্রি। বিক্রি শুরুর এক ঘন্টার মধ্যেই ভারত-পাকিস্তানের ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায়।

[৪] আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় আইসিসির ইভেন্টে ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ক্রিকেটপ্রেমিদের আগ্রহ তুঙ্গে।

[৫] ভারত-পাকিস্তান ম্যাচের জন্য জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্লাটিনামের টিকেট ছাড়া হয়েছিল। সবগুলো গ্যালারির টিকিটই বিক্রি হয়ে গেছে। সর্বোচ্চ ছিলো প্রিমিয়াম ও প্লাটিনাম টিকিটের মূল্য ছিলো। সেগুলোও ১৫০০ ও ২৬০০ দিরহামে কিনে নিয়েছে দর্শকরা।

[৬] ওমানে হবে বাছাই পর্ব এবং আরব আমিরাতে হবে মূল আসর। আরব আমিরাতে ৭০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে। আর বাছাই পর্বে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচ গুলোতে তিন হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।

[৭] রোববার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪৫ ম্যাচের টিকেট বিক্রি শুরু করেছিলো আইসিসি।
বিশ্বের সেরা ১৬টি দলকে নিয়ে বাছাই পর্ব দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ওমানের রাজধানী মাস্কাটে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আগামী ২৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মূল আসর। ১৪ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।

[৮] করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে মূল আয়োজক দেশ হিসেবে থাকছে ভারতই। আইসিসি। সম্পাদনা : রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়