শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে যাত্রীবাহী বাসে মলম পার্টির কবলে অচেতন পুলিশ সদস্য

সাইদুর রহমান: [২] রাজধানীতে যাত্রীবাহী বলাকা পরিবহন বাসে মলম পার্টির কবলে অচেতন হয়েছে পারভেজ মল্লিক (৩৯) তিনি গাজীপুর মেট্রো টঙ্গী পূর্ব থানা সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) কর্মরত। মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে এ ঘটনাটি ঘটে।

[৩] সত্যতা নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক এসআই মো. ওয়াহিদ উদ্ধারকারী যাত্রীর বরাত দিয়ে তিনি গাজীপুর চৌরাস্তা থেকে সায়দাবাদ গামি যাত্রীবাহী বাস বলাকা পরিবহনে পারভেজ মল্লিক অচেতন হয়ে পড়লে বাসের যাত্রী সাইদুর রহমান দুপুরে তাকে অচেতন অবস্থায় নামিয়ে রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে ২টায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। ঢামেকের চিকিৎসকরা তাকে স্টোমাক ওয়াশ দিয়ে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন।

[৪] তিনি আরো বলেন সে যাত্রীবাহী বাসে কোথা থেকে কোথায় যাচ্ছিলেন এবং তার কাছ থেকে কি পরিমান অর্থ নিয়ে নিয়েছে তা জানা যায়নি তবে তার জ্ঞান ফিরলে কথা বলে বিস্তারিত জানা যাবে।

[৫] হাসপাতালে নিয়ে আসা যাত্রী সাইদুর রহমান জানান গাজীপুর চৌরাস্তা থেকে বলাকা পরিবহনের বাসে সায়দাবাদ এর উদ্দেশ্যে আমি উঠেছিলাম গাড়ির মধ্যে ওই পুলিশ সদস্যকে খিলক্ষেতে আমার সামনের সিটে বসা অবস্থায় পানি খেতেও দেখেছি।

[৬] যাত্রীবাহী বাস যখন বনানী ক্রস করছিলেন তখন তার ছিটে সে অচেতন অবস্থায় পড়েছিল মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল ‌। তবে এর আগে গাড়িতে বই নিয়ে এক হকার ও উঠেছিল তাদের ধারণা হয়তো মলম পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে তার কাছে থাকা অর্থ নিয়ে যেতে পারে। পরে ওই পুলিশ সদস্যকে বাস থেকে অচেতন অবস্থায় নামিয়ে রাজার বাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়