শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৩ কোটি ১২ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আট ৫

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় ৫ জনকে আটক এবং মাদক পাচারে ব্যবহৃত ট্রলার, জাল ও মোটরসাইকেল জব্দ করা হয়।

[৩] সোমবার (৪ অক্টোবর) সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ ও হ্নীলা ইউপি দমদমিয়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৪] আটককৃতরা হলেন- সাবরাং ইউপি শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার মৃত শাহ আলমের ছেলে মোঃ সামশুল আলম(২৫), একই ইউপি উত্তর পাড়ার মোহাম্মদ হাসানের ছেলে আক্তার হোসেন (৩৫), হাজীপাড়ার মোঃ কালা মিয়ার ছেলে মোঃ হোসেন (২৮), মোচনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আহমদ হোসেনের ছেলে জমির হোসেন (৫০) ও বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মৃত বশির আহমেদের ছেলে কেফায়েতুল্লাহ (৩০)।

[৫] মঙ্গলবার (৫ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান শাহপরীরদ্বীপ বিওপি দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণ পূর্ব দিকে মিস্ত্রীপাড়া ঘাট নামক স্থানে নাফনদীর মোহনা দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত মাছ ধরার ট্রলার তল্লাশি করে। ট্রলারের তেলের ট্যাংকের ভিতরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। এসময় ৫ মাঝিমাল্লা জনকে আটক এবং মাদক পাচারে ব্যবহৃত ট্রলারটি ও ৫০০কেজি জাল জব্দ করা হয়।

[৬] এছাড়া অপর দিকে, একই দিন দমদমিয়া চেকপোস্টে একটি টহলদল নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলো।টেকনাফ থেকে হ্নীলাগামী নাম্বার বিহীন মোটরসাইকেল চেকপোস্টে থামানোর সময় চালক পাহাড়ের জঙ্গলের ভেতর পালিয়ে যায়। এসময় তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর ফিটিং অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪২ লাখ টাকা। মাদক পাচারে ব্যবহৃত মোরটসাইকেলটি জব্দ করা হয়।

[৭] লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক পাঁচজনকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং ট্রলার ও জাল টেকনাফ শুল্কগুদামে জমা করা হয়। এছাড়া দমদমিয়া চেকপোস্ট হতে অবৈধ মাদক বহন এবং পাচারের দায়ে পলাতক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়