শিরোনাম

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:০৮ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রদীপ কুমার দাস: ‘আমাদের টেলিভিশন’

প্রদীপ কুমার দাস: এখন টেলিভিশনের দিকে তাকালে এটাকে একান্তই আমাদের মনে হয় এর প্রতি আমাদের যে কী মমতা, তা অনেকেই জানে না! বিশেষ করে আজকের ৩৫/৪০ বছরের নতুন প্রজন্ম সত্যিই জানে না, আমরা কতো কষ্ট করে আকাশের দিকে ঝাড়া খাড়া বাঁশ দিয়ে ডানে-বাঁয়ে মোচড়ামুচড়ি করতাম, শুধু একটু পরিষ্কার ছবি দেখার জন্য। মোবাইল যখন হাতের নাগালে এলো, তখনো একই কাজ করেছি।

গত শতকের কথা বলছি। তখন টেলিভিশনের জন্য লাইসেন্স করতে হতো। ফি-বছর টেলিভিশনের ফি পরিশোধ করে লাইসেন্স নবায়ন করতে হতো। ফি পরিশোধের নির্ধারিত তারিখ পেরিয়ে গেলে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে বাড়িতে লোক এসে লাইসেন্স পরীক্ষা করতো। লাইসেন্স নবায়ন না পেলে জরিমানা দিতে হতো। আজো এই টেলিভিশন আমার কাছে অতীতের স্মৃতি, মমতা আর আনন্দোপভোগের মূর্ত প্রতীক। কুড়িয়ে পাওয়া আমার টেলিভিশন লাইসেন্সের ছবি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়