মোঃ ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীর পাংশায় ট্রেন দুর্ঘটনায় দাদী মোমেনা বেগম(৫৫) ও নাতিন রুকাইয়া(২) এর মৃত্যু হয়েছে।
[৩] সোমবার দুপুরে দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া রেল ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে।
[৪] দুর্ঘটনায় নিহত মোমেনা বেগম উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামানিকের স্ত্রী ও মুকুল প্রামানিকের মেয়ে রুকাইয়া।
[৫] ঘটনাস্থলে গিয়ে জানাযায়, মোমেনা বেগম নাতিন রুকাইয়াকে নিয়ে নিয়ে বালিয়াপাড়া বিয়ান বাড়ী যান। বিয়ান বাড়ী থেকে পাশের একটি বাড়ীতে মরা যায়। মরা বাড়ি থেকে বিয়ান বাড়ী ফেরৎ আসার সময় নাতিনকে নিয়ে রেল ব্রীজ পার হচ্ছিল এমন সময় দেখতে যাচ্ছি নানি মরা দেখিয়া বাড়িতে আসার সময় কুষ্টিয়া হইতে রাজবাড়ী গামী মধুমতি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা য়ায।
[৬] এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন।