শিরোনাম

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৯:০৮ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ-পদবীর নয়, রাজনীতিতে ফিরেছি মানুষের অধিকার আদায়ের জন্য: ইশরাক হোসেন

শিমুল মাহমুদ: [২] ব্যাক্তিগত সফর শেষে দেশে সোমবার পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ডিসিসি'র সাবেক ধানের শীষ প্রতিকের মেয়র প্রার্থী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

[৩] তিনি বলেন, আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম। এই বিদেশ যাওয়া নিয়ে অনেক পত্রিকায় মিথ্যা সংবাদ এসেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কোনো পদ-পদবী, এমপি, মন্ত্রী, মেয়র কোনো কিছুর জন্যই রাজনীতিতে আসিনি। আমি রাজনীতিতে এসেছি মানুষের অধিকার আদায়ের জন্য।

[৪] এখন দেশে চরম সংকট চলছে, মানুষের কোন অধিকার নেই। আজীবন মানুষের কল্যানে, মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবো ইনশাআল্লাহ।

[৫] ইশরাক হোসেন বলেন, এই ঢাকার মাটিতে আমার জন্ম, এই ঢাকার মাটিতে আমার বাবার কবর। জীবন থাকতে এই ঢাকার মাটি ছাড়বো না। যদি মৃত্যুও হয় ঢাকার রাজপথেই আমি মরবো।

[৬] সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় শতাধিক নেতাকর্মী নেতাকর্মী তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। তারা বলেন, ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নায়, খোকার পুত্র ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়