শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইইউ’তে আরও ১২ বছর শুল্ক সুবিধা চেয়েছে বিজিএমইএ সভাপতি

শরীফ শাওন: [২] ইউরোপীয় ইউনিয়নে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে জার্মানীর সহযোগীতা চেয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পেন্নত (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তোরণের পর বাংলাদেশের বাণিজ্য প্রক্রিয়া সাবলীল রাখতে এ আহ্বান জানানো হয়েছে।

[৩] সোমাবার রাজধানীর গুলশানে বিজিএমইএ জনসংযোগ অফিসে বাংলাদেশে জার্মানীর নবনিযুক্ত রাষ্ট্রদূত আচিম ট্রোষ্টারের সাক্ষাতকালে ফারুক হাসান বিষয়টি উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ সভাপতি শহিদউল্লাহ আজিম, মিরান আলী এবং দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট সেকশন, কারেন ব্লুম।

[৪] আলোচনাকালে বিজিএমইএ সভাপতি জার্মানীর নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, এর চ্যালেঞ্জসমূহ, সম্ভাবনা এবং শিল্পের ভবিষ্যত অগ্রাধিকারগুলো তাকে অবহিত করেন। আলোচনাকালে কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যান প্রভৃতি ক্ষেত্রে শিল্পের অগ্রগতি তুলে ধরে বিজিএমইএ সভাপতি রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তিনি যেন তার সরকার, ক্রেতা ও অন্যান্য অংশীদারদের কাছে শিল্পকে ইতিবাচকভাবে উপস্থাপন করেন।

[৫] বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে, বিশেষ করে টেকসই উন্নয়ন ক্ষেত্রে জার্মান সরকারের বন্ধুত্বপূর্ন সহায়তার জন্য জার্মান রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তারা বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে, বিশেষ করে টেকসই উন্নয়ন ক্ষেত্রে আরো সহযোগিতার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়