শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জের ছয়ছিড়ি দিঘীর পাড়ে বেড়াতে এসে কিশোর গ্যাং এর হাতে ছিনতাই শিকার

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোর অপরাধ অপরাধগুলো ক্রমেই হিংস্র, নৃশংস হয়ে ওঠেছে। জেলা সদরে কিশোর গ্যাংদের হাতে জোড়া খুনের ঘটনা ঘটেছে। জেলার কমলগঞ্জসহ বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাং ছিনতাই, মাদক আসক্তি, মাদক ব্যবসা ধর্ষণের মতো অপরাধ প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

[৩] কমলগঞ্জ উপজেলার ছয়ছিড়ি দিঘীর পাড় এলাকায় গত ২ অক্টোবর বিকাল ৩টায় বেড়াতে এসে কিশোর গ্যাংদের হাতে প্রকাশ্যে দিনে দুপুরে অস্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

[৪] এলাকাবাসী সূত্রে জানাযায়,মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের তুর্জ (১৯) রাফি (২২) তারা গত শনিবার ২ অক্টোবর বিকালে কমলগঞ্জ উপজেলার ছয়ছিড়ি দিঘীর পাড় বেড়াতে আসেন। এসময় রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড রামচন্দ্র পুরের আমির মিয়ার পুত্র লিটন (২০) আজাদ মিয়ার পুত্র আফজল(১৬)গংরা ঘুরতে আসা পর্যটকদের নগদ টাকা, মোবাইল ফোন অস্রের মুখে জিম্মি করে ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের আত্নচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করেন।

[৫] পরে রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য বুলবুল আহমেদ ওয়াতির ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল উদ্বার করেন।

[৬] স্থানীয় এলাকা বাসীর অভিযোগ ইউপি সদস্য বুলবুল আহমেদ ছিনতাইকারীদের পুলিশে না দিয়ে ছেড়ে দেন। এর আগেও ওই এলাকায় একজন ফেরিওয়ালার সাড়ে ৪ হাজার টাকা ছিনতাই হলে বুলবুল আহমেদ ওয়াতির তার টাকা ফিরিয়ে দেন। তবে এই চিহ্নিত ছিনতাইকারীদের কোন বিচার হয় নাই। একের পর এক ঘটনা ধামাচাপায় জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

[৭] রহিমপুর ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতির এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন।
একেরপর এক ঘটনায় ছয়ছিড়ি দিঘীর পাড় এলাকায় অপরাধীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। স্থানীয় সচেতন মহলের জোর দাবি পরবর্তী প্রজন্মকে রক্ষা ও এলাকার সুনাম ও নিরাপত্তার স্বার্থে এসব অপরাধীদের আইনের হাতে তুলে দাবি এলাকাবাসীর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়