শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র ব্যবসাকে বাঁচাতে প্রয়োজন সুষ্ঠু বিনিয়োগ

ইমরুল শাহেদ: প্রদর্শক সমিতির হিসাব অনুসারেই প্রায় তিনশ’ দিন পর সিনেমা হল সচল হয়েছে। দর্শক সমাগম ক্রমশ বাড়ছে। দীর্ঘদিন পর বুবলী-নিরব-রোশান তারকায়িত বড় বাজেটের ছবি ‘চোখ’ মুক্তি পেয়েছে। প্রদর্শক সমিতি সূত্রে জানা গেছে, ছবিটি ৩৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। কিন্তু কতগুলো সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে, সেদিকে কারো নজর নেই। সকলের চোখ দর্শক সমাগমের দিকে।

প্রথম দিন ছবিটি কেমন গেছে, জানতে চাওয়া হলে প্রদর্শক সমিতির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। দু’একদিন যাক। সব স্থানের খবর এসে পৌঁছাক, তারপর বলা যাবে ছবি কেমন যাচ্ছে বা গেছে। বুবলী যেহেতু সব সময়ই শাকিব খানের সঙ্গে কাজ করেছেন, সেহেতু অপু বিশ্বাস বা বুবলীর কথা এলেই আলোচনায় চলে আসে শাকিব খানের নাম।

উক্ত কর্মকর্তা বলেন, আসলে শাকিব খানের সঙ্গে দর্শক এখনো অপু বিশ্বাসকে চায়। তাদের ছবি হলে এক শ্রেণীর দর্শক সিনেমা হলে আসে। ‘চোখ’ ছবিতে আলাদাভাবে বুবলীকে দেখতে দর্শক কতোটা আসবে সেটা অপেক্ষা করে দেখার বিষয় রয়েছে। তিনি বলেন, যে যাই বলুক না কেন চলচ্চিত্র ব্যবসাকে ছন্দে ফিরিয়ে আনতে হলে দর্শক পছন্দের উপাদান সমৃদ্ধ চলচ্চিত্র নির্মাণ করতে হবে।

শিল্পীরও প্রয়োজন রয়েছে। শুধু বিদেশি শিল্পী আনলে হবে না। বিদেশি শিল্পী ক্ষণকালের। দেশের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে এবং এই শিল্পের উন্নয়নের জন্য স্থানীয়ভাবে দর্শক পছন্দ উপযোগী শিল্পী তৈরি করতে হবে। কিন্তু সেটাই হচ্ছে না। প্রকৃতপক্ষে এদেশে এখন তারকা তৈরির কারিগরও নেই। বিনিয়োগকারীরা নানা মতলব নিয়ে বিনিয়োগ করতে আসেন। তাদের মধ্যে ব্যবসায়িক মনোভাব নেই। আলু-পটলের ব্যবসা আর নাটক-চলচ্চিত্রের ব্যবসা যে এক নয় সেটা তারা বোঝেন। কিন্তু মানতে রাজী নন। অথচ চলচ্চিত্রের জন্য প্রয়োজন মতলবহীন সুষ্ঠু বিনিয়োগ। ব্যবসাকে উদ্দেশ্য করে ছবি বানালে সফল প্রযোজক হতে তেমন একটা বেগ পেতে হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়