আসিফুজ্জামান পৃথিল: [২] রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, সামান্য কিছু কাজ শেষ হলেই অনুমোদন পাবে এ টিকা। রয়টার্স
[৩] বিশ্বের ৭০টির বেশি দেশেও অনুমোদন পেয়েছে টিকাটি। টিকাটি নিয়ে এ মুহূর্তে পর্যালোচনা করছে ডব্লিউএইচও ও ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (এএসএ)। সংস্থাগুলোর অনুমোদন পেলে করোনার এ টিকা আরো বেশি দেশে অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।
[৪] স্পুৎনিক নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডের জেনেভা শহরে ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুরাশকো। নিবন্ধন নিয়ে রাশিয়ার অবস্থান সম্পর্কে ডব্লিউএইচওকে জানানো হয়েছে। সংস্থাটির সব প্রশ্নের জবাব দিয়েছে দেশটি। ইন্টারফ্যাক্স
[৫] মিখাইল মুরাশকো বলেন, ডব্লিউএইচওর অনুমোদন পেতে এ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির মাত্র কয়েকটি নথিতে স্বাক্ষর বাকি আছে।