শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৪:২২ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুবাইয়ের ফেম পার্কে বাঘের সঙ্গে যুবরাজে দড়ি টানাটানি

স্পোর্টস ডেস্ক: [২] মরণব্যাধী ক্যান্সারকে পরাজিত করেছেন ভারতের সাবেক ব্যাটিং তারকা যুবরাজ সিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা হাঁকানো এই ব্যাটসম্যান নিজের ভয় কাটাতে লড়াই করলেন বাঘের সঙ্গে। রোববার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন যুবরাজ, যেখানে তিনি বাঘের সঙ্গে দড়ি টানাটানি করলেন।

[৩] দুবাইয়ে পশু-পাখির বিখ্যাত খামার ফেম পার্কে ঘুরতে গিয়েছিলেন ভারতের সাবেক হার্ডহিটার ব্যাটসম্যান। সেখানে তিনি জিরাফ থেকে শুরু করে ভাল্লুকদের খাবার খাওয়ান নিজ হাতে। সবশেষে বাঘের সঙ্গে লড়াই হয় তার। কাঠ ও কাঁচ দিয়ে ঘেরাও করা একটি ঘরের একপাশে যুবরাজ ধরেন দড়ি, আরেক পাশে বাঘ মুখ দিয়ে আটকে রেখেছিল দড়ির অন্য ভাগ। অনেক চেষ্টা, সর্বোচ্চ শক্তি দিয়েও বাঘকে হারাতে পারেননি ভারতীয় ব্যাটসম্যান। তার সঙ্গে আরও দুজনকে দড়ি টানতে দেখা যায়।

[৪] ক্যাপশনে যুবরাজ লিখেছেন, ‘টাইগার ভার্সেস লাইগার। অবশ্যই আমরা শেষ ফলটা জানি। আমার ভয়কে জয় করার দারুণ অভিজ্ঞতা। জঙ্গলের সত্যিকারের পরিবেশ পেলাম।’

[৫] ফেম পার্কে পশুপাখিকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয় বলে উল্লেখ করেন যুবরাজ। এই ভিডিও তৈরির সময় কোনো পশুপাখির ক্ষতি করা হয়নি বলে জানান তিনি।

[৬] এর আগে গত বছরের ডিসেম্বরে দুবাইয়ের এই ফেম পার্কে বাঘের সঙ্গে দড়ি টানাটানি করেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। বলাবাহুল্য যে তিনিও পারেননি এই খেলায় জিততে। লিখেছিলেন, ‘যথেষ্ট শক্তিশালী নই।’ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়