শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলের আগেই লিটন দেশে ছেড়েছে, বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবেন ওমানে

রাহুল রাজ : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আগামীকাল রোববার রাতে ওমানে উদ্দেশ্য রওনা দিতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের ৪ দিন আগেই স্ত্রীকে নিয়ে ওমানে চলে গেছেন ওপেনার লিটন দাস। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, গত বুধবার মাস্কাটে চলে গেছেন তিনি।

[৩] নিউজিল্যান্ড সিরিজের পর তিন সপ্তাহের ছুটি দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। ছুটি থাকলেও কয়েকজন ক্রিকেটার এ কদিন নিজ উদ্যোগেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চালিয়েছেন অনুশীলন। বাকিরা অনুশীলন করলেও লিটন অবশ্য ঘরের মাঠে আর অনুশীলন করেননি। ওমানেই শুরু হবে তার বিশ্বকাপ প্রস্তুতি। সেজন্য একটু আগেভাগেই সেখানে গেলেন তিনি।

[৪] বিশ্বকাপ স্কোয়াডের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলার জন্য আছেন সংযুক্ত আরব আমিরাতে। তাদের অনাপত্তিপত্র আছে ৭ অক্টোবর পর্যন্ত। আইপিএল থেকে পরে সরাসরি আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন তারা। ছুটিতে থেকে কোচরা নিজ নিজ দেশ থেকে ওমানে এসে যোগ দেবেন দলের সঙ্গে।

[৫] রোববার বাকি ১৪ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ ২১ জনের দল রওয়ানা হবে মাস্কাটের উদ্দেশ্যে। শনিবার রাতে কোভিড-১৯ পরীক্ষায় দলের সবারই ফল নেগেটিভ এসেছে। ওমান পৌঁছে একদিনের কোয়ারেন্টিনের পর ৫ অক্টোবর থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। সেদিন থেকেই আইসিসির আনুষ্ঠানিক সুরক্ষা বলয়েও প্রবেশ করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

[৬] ৮ অক্টোবর পর্যন্ত ওমানে অনুশীলন করার পর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ তারিখ আবুধাবি যাবে দল। সেখানেও আছে একদিনের কোয়ারেন্টিন। আবুধাবিতে ১২ তারিখ শ্রীলঙ্কা ও ১৪ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে লাল-সবুজের প্রতিনিধিরা ১৫ অক্টোবর আবার ওমানে ফিরে যাবে। ১৭ অক্টোবর সেখানেই বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

[৭] বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ। সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়