শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপরাধ ঠেকাতে একটি ইউনিয়নকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে

মো. ইসমাইল হোসেন: [২] কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ইউনিয়নের প্রতিটি গ্রামে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। যা অপরাধ নিয়ন্ত্রণ কাজে লাগানো হচ্ছে। ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম নামের এই ইউনিয়নের ৯ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৬৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

[৩] চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এসব ক্যামেরা লাগানোর কাজ শেষ হয়েছে। ২অক্টবর সকাল ১১টার সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, সিসিটিভি আত্র ইউনিয়নের চেয়ারম্যান কার্যালয় লাগানো হয়েছে। ওয়ার্ডে কোথায় কি ঘটছে তা এখন থেকে বসে চেয়ারম্যান সাহেব মনিটরিং করছেন।

[৪] জানা গেছে, প্রথম ধাপে ৫০টি ক্যামেরা ৩০টি স্থানে বসানো হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি ক্যামেরা সংযোজন করা হয়েছে। এ কাজ সম্পন্ন করতে ব্যয় হয়েছে আনুমানিক ১৩ লাখ টাকা। সব ব্যয় চেয়ারম্যান আবদুল হাফিজ তপন নিজ অর্থায়নে করেছেন। জেলার মধ্যে প্রথম চাঁদগ্রাম ইউনিয়ন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হলো। এমন উদ্যোগে ইউনিয়নবাসী খুশি। ক্যামেরা সংযোজনের কাজ ভালোভাবে শেষ হয়েছে বলে জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এইসএম সলিউশনের পরিচালক হামিদুর রহমান।

[৫] চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাবু বলেন, ‘ইউনিয়নের মধ্যে অপরাধ প্রবণ এলাকা, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ মোড় বাছাই করা হয়েছে। সেসব স্থানে আগে ৬৫টি ক্যামেরা লাগানো হয়েছে। পুরো ইউনিয়নকে সিসি টিভির আওতায় নিয়ে আসা হয়েছে।

[৬] চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন বলেন, ‘একদিকে ইউনিয়নকে ডিজিটালে রূপ দেওয়া, অপরদিকে চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ করার জন্য ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ও রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়