শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ১০:০৯ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ১০:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৩৬ বিপজ্জনক অ্যাপ নিষিদ্ধ করলো গুগল

খালিদ আহমেদ: [২] অ্যাপগুলির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

[৩] মোবাইল নিরাপত্তা সংক্রান্ত সংস্থা জিমপেরিয়ামের সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারা একটি ম্যালওয়ার (গ্রিফটহর্স অ্যান্ড্রয়েড ট্রোজান) চিহ্নিত করেছেন। যা বিশ্বজুড়ে অসংখ্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

[৪] বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গুগল প্লে-স্টোরে নিষিদ্ধ হলেও যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোনে এখনও সেই অ্যাপগুলি আছে, তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবিলম্বে ফোন থেকে ডিলিট করতে হবে অ্যাপগুলি। না হলে এখনও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের টাকা হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।

[৫] বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গুগল প্লে-স্টোরে নিষিদ্ধ হলেও যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের স্মার্টফোনে এখনও সেই অ্যাপগুলি আছে, তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবিলম্বে ফোন থেকে ডিলিট করতে হবে অ্যাপগুলি। নাহলে এখনও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের টাকা হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।

[৬] সম্প্রতি জিমপেরিয়ামের নিরাপত্তা গবেষকরা Grifthorse Android Trojan নামে একটি মোবাইল প্রিমিয়াম সার্ভিস ক্যাম্পেইন আবিষ্কার করেছেন, যা বিশ্বব্যাপী ১০ মিলিয়নেরও বেশি গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের টার্গেট করেছে। জানা গেছে, নভেম্বর ২০২০ থেকে হ্যাকাররা এ ক্যাম্পেইন চালিয়ে আসছে। প্রাথমিকভাবে এই ম্যালওয়ারটিকে গুগল প্লে স্টোরসহ বেশ কিছু থার্ড-পার্টি অ্যাপ স্টোরে উপলব্ধ অ্যাপের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ইউজাররা এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেই তারা হ্যাকারদের জালে জড়িয়ে পড়ছেন এবং ফলস্বরূপ তাদের কষ্টার্জিত টাকা খোয়া যাচ্ছে।

সম্পাদনা : ভিকটর রোজারিও

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়