লিহান লিমা: [২]গত বছর করা গবেষণায় দেখা যায় চীনের নারীদের জনপ্রতি প্রজনন হার ১.৩ শতাংশ। তার ওপর ভিত্তি করে করা গবেষণায় বলা হয়, আগামী ৪৫ বছরের মধ্যে চীনের জনসংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে। ইয়ন
[৩] পিপলস ব্যাংক অব চায়নার মুদ্রানীতি কমিটির সদস্য কাই ফ্যাং বলেন, ২০২৫ সালের পর যখন মোট জনসংখ্যা হার নেতিবাচক বৃদ্ধির দিকে যাবে, তখন চাহিদার ঘাটতি দেখা যাবে। প্রবৃদ্ধি নেতিবাচক হতে শুরু করবে।
[৪]গবেষণায় বলা হয়, চীনকে অবিলম্বে তার জন্ম নীতি উদার করতে হবে নতুবা অবিলম্বে এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতে হবে যেখানে কর্মক্ষম গোষ্ঠির সংখ্যা কম এবং এবং বয়স্কদের বোঝা বেশি।