শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললো পুজারা-রাহানে

স্পোর্টস ডেস্ক: [২] ভিরাট কোহলির অধিনায়কত্বের সমালোচনা শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের পর থেকেই। কোহলির নেতৃত্ব নিয়ে নিজেদের মতামত প্রকাশ করতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সচিব জয় শাহকে ম্যাচ শেষে ফোন দিয়েছিলেন ভারতের দুই সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পুজারা এবং আজিঙ্কা রাহানে।

[৩] টেস্ট হারের পর ম্যাচ পরবর্তী সম্মেলনে কোহলি বলেছিলেন, লক্ষ্য ছিল রান করা এবং রান করার পথ খুঁজে বের করা। আউট হওয়া নিয়ে চিন্তার কিছু নেই, কেননা বোলাররা ম্যাচে ফিরিয়ে এনেছিল।

[৪] শেষদিনে ১৭০ রানে অলআউট হয়েছিল ভারত। মাত্র ৯৯ রানে শেষ ৮ উইকেট হারিয়েছিল তারা। ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

[৫] নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের পরে ড্রেসিং রুমে কোহলির অধিনায়কত্ব নিয়ে জয় শাহের সাথে আলোচনা করেন পুজারা ও রাহানে। পরবর্তীতে বিসিবির নজরে তা আসে।

[৬] পুজারা ও রাহানের কাছ থেকে বক্তব্য শোনার পর ভারতের অন্য ক্রিকেটারদের কাছে কোহলি সম্পর্কে চায় বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে কোহলি সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন। এর সাথে ঐ আলোচনার সামঞ্জস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও অধিনায়কত্বের বাড়তি চাপের পাশাপাশি নিজের ব্যাটিংয়ের প্রতি বেশি নজর দেওয়ার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে কোহলি জানান।

[৭] বিশ্বকাপের পর ওয়ানডে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে শোনা যাচ্ছে। এ মৌসুমের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন কোহলি। ক্রিকবাজ, সম্পাদনা : রাহুল রাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়