শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাউয়াছড়ায় অবমুক্ত করা হচ্ছে সাদাঠোঁট সবুজ বোরা

স্বপন দেব : [২] লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে শ্রীমঙ্গলের চা বাগানের বাংলো থেকে উদ্ধার করা ‘সাদাঠোঁট সবুজ বোরা’ (ডযরঃব-ষরঢ়ঢ়বফ চরঃ ঠরঢ়বৎ) সাপটি।

[৩] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহযোগিতায় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটি অবমুক্ত করেন।

[৪] সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকালে এ সাপটিকে প্রথম দেখতে পায় বাংলোর এক ফুলবাগান পরিচর্যাকারী (মালি)। পরে বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানালে সজল সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

[৫] স্বপন দেব সজল বলেন, দুপুর বেলা ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলো কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পিট ভাইপার সাপটিকে উদ্ধার করতে যাই। গিয়ে দেখি সাপটি দুর্বল অবস্থায় পড়ে রয়েছে। পিট ভাইপারটিকে দেখে বুঝতে পারি কোনো প্রাণীকে খেতে গিয়ে হয়তো সাপটির গলায় আটকে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সাপটি মুখ থেকে সেটি বমি করে দেয়। তখন সাপটির মুখ থেকে মৃত কাঠবিড়ালি বের হয়ে আসে।

[৬] এ বিষয়ে যোগাযোগ করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামঠঝল হাসান বলেন, হোয়াইট-লিপড পিট ভাইপার কমন সাপ। লাউয়াছড়াসহ সিলেট, চট্টগ্রাম এবং সুন্দরবনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরা বিষধর। এদের খাদ্য তালিকায় রয়েছে ব্যাঙ, পাখি, পাখির ছানা, ডিম, ইঁদুর ও কাঠবিড়ালি জাতীয় প্রাণী। এই সাপ বৃক্ষচারী সরীসৃপ প্রাণী।

[৭] তিনি আরো বলেন, পিট ভাইপারটি একটি কাঠবিড়ালিকে ধরে খেতে গিয়ে গিলতে না পারায় তা গলায় আটকে দুর্বল হয়ে পড়েছিল, তখন সে সবার দৃষ্টিতে পড়ে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়