শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:১০ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ড গড়লেন কাইরন পোলার্ড

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়া ইতিহাসের একমাত্র ক্রিকেটার এখন ৩৪ বছর বয়সী পোলার্ড।

[৩] আবু ধাবিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে টি-টোয়েন্টির একাদশ বোলার হিসেবে তিনশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন পোলার্ড। আর ব্যাট হাতে এই সংস্করণে ১০ হাজার রান তিনি করেছেন আরও আগেই। ব্যাটিংয়ে নামার আগ পর্যন্ত তার রান ১১ হাজার ২০২। আর এদিন করেন ১৫ রান, (মোট রান ১১২১৭)।

[৪] মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ম্যাচটি খেলতে নামার সময় তিনশ থেকে দুই উইকেট দূরে ছিলেন পোলার্ড। দুর্দান্ত মিডিয়াম পেসে এক ওভারেই জোড়া শিকার ধরে কাঙ্খিত ঠিকানায় পৌঁছান তিনি।

[৫] ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে স্বদেশি ক্রিস গেইলকে ফিরিয়ে দেন পোলার্ড। তার স্লোয়ার উড়িয়ে মেরে লং-অনে ধরা পড়েন ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটসম্যান। আর এতে মাইলফলকের দিকে এক ধাপ এগিয়ে যান পোলার্ড।

[৬] এক বল পরই রাহুলের বিদায়। তাতেই পোলার্ড নাম লেখান রেকর্ডের এমন এক পাতায়, যেখানে তিনি ছাড়া নেই আর কেউ।

[৭] টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পোলার্ডের স্বদেশি ডোয়াইন ব্রাভোর। ৫৪৬ উইকেট নেওয়া এই ক্যারিবিয়ানের রান কেবল ৬ হাজার ৫৯৭। তিনশ উইকেট নেওয়া বোলারদের মধ্যে পোলার্ডের পর সর্বোচ্চ রান ব্রাভোরই।

[৮] ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে পোলার্ড ছাড়া ১০ হাজার রান আছে ক্রিস গেইল, শোয়েব মালিক, বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের। যেখানে সবচেয়ে বেশি উইকেট রয়েছে মালিকের, ১৫২টি। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়