ইমদাদুল হক : [২] বুধবার সকালে সাভার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার সন্ধ্যায় দিকে সাভারের উলাইল বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
[৩] সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ বলেন, শাহিন খান (৪০) সাভার থানা যুবলীগের বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন। গ্রেফতারের বিষয়ে আমি কিছু জানি না।
[৪] সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, অপরাধীর কোনও দলীয় পরিচয় নেই। আমরা অনুসন্ধানের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[৫] জানা গেছে, একই অভিযোগে শাহীনের আরেক সহযোগী মোহাম্মদ সুমন (৩৫) আটক হয়েছেন।
[৬] পুলিশ আরও জানায়, সাভারে কোনও চাঁদাবাজি চলবে না। যেই চাঁদাবাজি করুক তাকেই গ্রেপ্তার করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ