শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীনগরে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

রেজাউল করিম: [২] মুন্সীগঞ্জ শ্রীনগরে এক নারীর (সাবেক স্ত্রী) আপত্তিকর ছবি ইমুতে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।

[৩] মঙ্গলবার রাতে ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার জালালপুর গ্রাম থেকে শেখ সোহেল (৩৮) কে গ্রেপ্তার করা হয়।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার এক নারীর সঙ্গে ২০১২ সালের ১৪ এপ্রিল পারিবারিকভাবে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় ওই নারী তাকে ২০১৯ সালের ২৪ জুন তালাক প্রদান করেন। তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সোহেল প্রায় সময়ই তার সাবেক স্ত্রীর অপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলো। সোহেল গত ২৬ সেপ্টেম্বর ইমুর আইডি থেকে ওই নারীর কর্মস্থলের এক ঊর্ধতন কর্মকর্তার ইমু আইডিতে তার সংসার চলাকালীন সময় উঠানো আপত্তিকর ছবি পাঠায়। বিষয়টি জানতে পেরে ওই নারী শ্রীনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা রেকর্ড করে শ্রীনগর থানা পুলিশ সোহেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

[৫] শ্রীনগর থানার ওসি (তদন্ত) মোঃ কামরুজ্জামান জানান, পুলিশ তাৎক্ষকিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়