শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাকন রেজা : হিরো আলমের সততা ও আমাদের প্রদর্শনবাদীরা

কাকন রেজা : হিরো আলম চাঁদে জমি কিনতে চাইছেন। না, তিনি জমি কিনতে চাচ্ছেন কারও জন্য নয়, নিজের প্রচারের জন্য। নিজে আলোচনায় থাকার জন্য। হিরো আলম এদিক দিয়ে সৎ। তিনি জানেন তার কোনোকিছু শিল্পমানে উত্তীর্ণ নয়, তারপরেও তিনি করেন। কারণ তিনি আলোচনায় থাকতে চান। তার সততাটা এখানেই। আমাদের কিছু মানুষ আছেন, যারা হিরো আলমের মতোই প্রদর্শনবাদী। তারা আলোচনায় থাকতে চান। তারা জানেন, তারা ভুলভাল বকেন। তাদের রাজনীতি ভুল, তাদের দর্শন অদর্শনের,তাদের চিন্তা কুচিন্তা। কিন্তু তারপরেও তারা তা দিয়েই নিজেদের আলোচনায় রাখতে চান।হিরো আলমের সঙ্গে তাদের মিলের জায়গা এই একটাই। তারা জানেন তারা ভুলভাল করছেন, সঙ্গে এও জানেন নেতিবাচকতাও ভালো প্রচারণা। তাই প্রচারে না পারলেও তারা প্রচারণায় আলোচনায় থাকতে চেষ্টা করেন। হিরো আলম তা প্রকাশ্যে করেন, অন্যরা নানা মোড়কে আবৃত করে। তাদের সঙ্গে হিরো আলমের পার্থক্যটা শুধু এই প্রকাশ্য আর অপ্রকাশ্যের বিবেচনায়।

তসলিমা নাসরিনকে নিয়ে বলি।তিনি নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভালো কথা, অনেকেই জানিয়েছেন। যারা মোদির রাজনীতিতে, নীতিতে বিশ্বাস করেন তারা জানাতেই পারেন। এটা তাদের ব্যক্তি স্বাধীনতার আওতাধীন। রাষ্ট্রনায়করাও পাঠাতে পারেন, এটা শিষ্টাচার। মোদির জায়গায় যে কেউ থাকলেই রাষ্ট্রীয় শিষ্টাচার থেকে তা পাঠাতে পারেন। কিন্তু যিনি কথায় কথায় ধর্মের পশ্চাতে আগুন দেন, তিনি যখন ধর্মাচারকে নমস্কার করেন,তখনই হিরো আলমের সাথে তার তফাৎটা স্পষ্ট হয়ে ওঠে। তিনি হিরো আলম থেকে পিছিয়ে যান স্পষ্টতার দিক থেকে। তার আগের কার্যক্রমের প্রদর্শনবাদীতা উন্মুক্ত হয়।
কমরেডরা যখন টুপি মাথায় নামাজে যান,কেউ জোড়হাতে পূজোমণ্ডপে, তখন তাদের আগের কার্যক্রম হয়ে ওঠে

প্রদর্শনবাদীতা। আলোচনায় থাকার ধান্ধা। এখানে তাদের হিরো আলম এগিয়ে থাকেন। তাই হিরো আলমকে রাজনীতিতে স্বাগত জানাতে আপত্তি থাকাটা অন্যায়। অন্তত হিরো আলম একটা জায়গায় সৎ, তিনি আলোচনায় থাকতে চান এবং এটা নিয়ে তার কোনো রাখঢাক নেই। হিরো আলম যখন বলেন, তার সমান হতে কারও কয়েকবার জন্ম নিতে হবে,তখনও তাকে আমি স্বাগত জানাই। কারণ হিরো আলমের প্রদর্শনবাদীতার অকপট স্বীকারোক্তি দ্বিচারি কারো দ্বারা সম্ভব নয়। নষ্ট হয়ে যাওয়া রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে হিরো আলম হয়ে উঠুক নতুন প্রেরণা। অন্তত কিছু মানুষ এটুকু স্বীকারের সৎসাহস অর্জন করুক, তারা প্রদর্শনবাদী। তারা যা করেন তা শুধু আলোচনায় থাকার জন্য। লেখক : সাংবাদিক ও কলামিস্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়